ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও ঝাবরগাছি গ্রামে সাপে কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৭জুলাই (রবিবার) সকালে গৃহবধূ সম্পা রাণী(২০) নিজ বাড়ির নলকূপে গোসল করতে গেলে বিষধর সাপ তাকে দংশন করলে শম্পা রানী কান্নাকাটি করলে আওয়াজ শুনে গ্রামের লোকগুলো এসে দেখে তাকে সাপে কামড় দিয়েছে।বাড়ির লোকজন সম্পা রাণীর স্বর্পদংশনের বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ঝাড় ফুকে বিষ নামাতে ব্যার্থ হলে, পরবর্তীতে সম্পা রাণী মৃত্যু কোলে ঢলে পড়ে।
আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।