মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ফলপ্রার্থীদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়।
শনিবার (২১ জুন) সকাল ৮টায় মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে সফরের যাত্রা শুরু হয়।
যাত্রার শুরুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক, এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি জুবায়ের হোসাইন।
জেলা সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শুধু পড়ালেখা নয়, পাশাপাশি প্রয়োজন বিভিন্ন দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলা। দেশ গঠনে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা সেক্রেটারি জুবায়ের হোসাইন বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। কেবল পাঠ্যপুস্তকের বিদ্যা অর্জন করলেই চলবে না। বরং একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশ, জীবনযাত্রার বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পেয়েছে। যা পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে সহায়ক হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের আদর্শিক, দেশপ্রেমিক ও সেবামূলক চরিত্র গঠনের লক্ষ্যও এ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল।
শিক্ষা সফরের ১ম স্পট ছিল ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সেখানে ঘোরাঘুরি শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান। সফরের ২য় স্পট ঝিনাইদহ জোহান পার্কে জোহরের নামাজ, দুপুরের খাবার, বিভিন্ন খেলাধূলা এবং পার্কে ঘোরাঘুরি শেষে সন্ধা ৭টায় মাগুরা পৌছায়।
সফরে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দিনব্যাপী এই সফর শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।