পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রামের পটিয়ায় ১২ রবিউল আউয়াল পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের ব্যবস্থাপনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে শুভাগমনের ১৫০০ বছর র্পূতি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় এক বিশাল জশনে জুলুস বের হয়।
জুলুসটি রং বেরং এর ব্যানার ফেস্টুন, প্লে কার্ড ও কলেমা শোভিত পতাকা নিয়ে সালাতো সালাম সহকারে পটিয়া শহর প্রদক্ষিণকালে হজরত শাহচান্দ আউলিয়া (রহঃ) মাজার জেয়ারত শেষে পুনরায় আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এসে মিলাদুন্নবী সাঃ এ মিলিত হয় ।জুলুসটি প্রায় ১ কিলোমিটার মহা সড়ক জুড়ে বিস্তার লাভ করে। যা গত বছর থেকে কয়েকগুন বেশী হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করে।
উক্ত জুলুসে সর্বস্তরের প্রায় ৫০ হাজার নবী প্রেমিকের সমাগম ঘটে বলে তারা মত প্রকাশ করে। পরে আমির ভান্ডার শাহী ময়দানে জুলুস উদযাপন পরিষদের আহবায়ক শাহসূফি সৈয়দ মেহেরাজুল আলম শাহ আমিরী (মদ্দাজিল্লুহুল আলী) এর সভাপতিত্বে আয়োজিত জুলুসের অগ্রভাগে ছিলেন আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী, উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম, সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শাহজাহান চৌধুরী, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সাধারণসম্পাদক আলী হোসাইন আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি সৈয়দ তৌহিদ শাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের সহ সভাপতি শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরী, আমির ভান্ডার বশরিয়া এতিমখানার সভাপতি শাহসূফি মামুন রশীদ শাহ আমিরী, শাহসূফি করিমুল মোস্তফা আমিরী, সিরাজুল মোস্তফা আমিরী, শাহজাদা কামাল হোসাইন আমিরী,শাহজাদা খলিলুজ্জমান আমিরী, শাহজাদা সায়েম উল্লাহ আমিরী, শাহসূফি আমির উদ্দিন শাহ আমিরী, শাহজাদা মহি উদ্দিন শাহ আমিরী, শাহজাদা শহীদ শাহ আমিরী, শাহজাদা একরামুল হক আমিরী, শাহজাদা আশরাফুজ্জমান আমিরী, জুলুস উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক আমির হোসেন ম্যানেজার, আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জামান আমিরী, বিশিষ্ট ব্যাংকার নুরুল আমিন, জুলুস উদযাপন পরিষদের অর্থ সচিব ইমরানুল আলম, সাবেক কমিশনার বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী ভুট্রো, ফউজুল করিম, পৌর যুবদল নেতা আবছার উদ্দিন সোহেল, মিজানুর রহমান, হাজী টিংকু, আমির ভান্ডার কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, মুক্তিযোদ্বা আমির হোসেন, সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আমিরী আশরাফুজ্জমান আমিরী, শাহজাদা একরামুল হক আমিরী,শাহজাদা জিয়াউল হোসাইন আমিরী, মনজুরুল আলম চৌধুরী। জুলুসের শুরুতে মোনাজাত পরিচালনা করেন শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী। মিলাদ ও দোযা মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহসূফি মেহেরাজুল আলম শাহ আল আমিরী।