মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানোকে খুব পছন্দ করতেন। তার স্মরণে যদি আমরা কিছু গাছ রোপণ করি ও মানুষকে উপহার দিই, তাতে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি এর সুফল ভবিষ্যৎ প্রজন্মও ভোগ করবে। গাছের ফল, ছায়া এবং উপকারিতা আমাদের সমাজ ও পরিবেশের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য লোক দেখানো নয়, বরং সত্যিকারের পরিবেশ রক্ষা ও জনকল্যাণে কাজ করা।”
কর্মসূচির শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করায় অংশগ্রহণকারীদের মধ্যে সন্তোষ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।