মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট, রাজাপুর ও গবরনাদা গ্রামের জমি ভুয়া দলিলের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার ( ০১ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় রাজাপুর বাজার কামারবাড়ি মোড়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম নামে এক ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছে। জমিটি প্রথমে তার মার ওশনআরা’র নামে ছিল। মাত্র ১০ বছর বয়সে তিনি হিন্দু ও মুসলিম পরিবারদের কাছ থেকে জমি লিখে নেন। পরবর্তীতে ২০২৫ সালে সেই জমি আবুল কালামের নামে স্থানান্তর করা হয় বলে দাবি করা হচ্ছে। বর্তমানে তিনি জমিটি বিক্রির অপচেষ্টা চালাচ্ছেন এবং এলাকায় নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নিতাই সরকার। তিনি বলেন,“আমার কাছে সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও আবুল কালাম কিভাবে আমার জমি দখলের চেষ্টা করে—এটি অত্যন্ত অন্যায় ও অগ্রহণযোগ্য।”
আরেক ভুক্তভোগী হুসাইন খান অভিযোগ করেন,“আবুল কালাম তার মায়ের নামে ভুয়া দলিল তৈরি করে পরবর্তীতে নিজের নামে স্থানান্তর করেছে। এখন আবার বিক্রির পাঁয়তারা চালাচ্ছে।”
ভুক্তভোগী হাবিবুর রহমান সোহাগ বলেন,“১৯৬৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত—প্রায় ৫৭ বছর—তারা এই জমির কোনো দাবি করেনি বা হাজিরও হয়নি। হঠাৎ দাবি তোলা সত্যিই সন্দেহজনক।”
কৃষ্ণ গোপাল সাহা জানান,“পূর্বপুরুষ থেকে আমরা এই জমি ব্যবহার করে আসছি। আমার বাবা অজিত কুমার সাহা স্বাক্ষরের মাধ্যমে দলিল সম্পাদন করতেন। অথচ এখানে অজিত সরকার নাম ব্যবহার করে টিপসই দেওয়া ভুয়া দলিল বের করে আনা হয়েছে। অথচ এতদিন তারা কোনো দাবিও করেনি।”
বক্তারা আরও জানান, জমিগুলো শুধু বসতবাড়ি নয়, কৃষিজমি ও বাগান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস ও চাষাবাদ করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টাকারী আবুল কালামকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভুক্তভোগীরা।