মাগুরা প্রতিনিধি: তারুণ্যের প্রথম ভোট ” দাঁড়িপাল্লার পক্ষে হোক” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরারd শালিখা উপজেলার শতখালীতে শনিবার সকালে শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওয়ার্ড ও ভোট কেন্দ্রের দ্বায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা-২আসনের জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী অধ্যাপক এম.বি বাকের।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক আমীর ও জেলা জামায়াতের কর্মপরিষদদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী,সেক্রেটারী মোঃ শাহীনুর রহমান, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ অন্যরা।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতা -কর্মী-সমর্থক ও স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনগণের দুঃখ-কষ্ট লাঘব, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অধ্যাপক এম বি বাকের।