পেয়ার আলী ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়ায় প্রতিবছর ক্ষুদ্র- নৃগোষ্ঠী (পাহান) সম্প্রদায়ের লোকেরা পরিবারের সুখ শান্তি এবং নিজেদের সুস্থতার জন্য বৃক্ষ কারাম গাছের ডাল দিয়ে উৎসবটি পালন করে থাকেন।
২৮ (আগষ্ট) বৃহস্পতিবার রাতে উপজেলার ভোলাপাড়া (পাহানপাড়া) গ্রামে শুরু হয় কারামপুজা উৎসব।
পাহান সম্প্রদায়ের পুরোহিত লোকেরা জানান– কারামপুজা একটি ঐতিহ্যবাহী পুজা। কারামপুজায় কারাম গাছের ডাল দিয়ে পুজা করা হয়। পুজা অর্চনা শেষে বৃক্ষ কারাম গাছে ডালটিকে ভাসিয়ে দিয়ে কারামপুজা উৎসবের সমাপ্তি ঘটে। প্রতিবছর ভাদ্র মাসে একা দশীতে এই উৎসবটি পাহান সম্প্রদায়ের লোকেরা আয়োজন করে থাকেন।
এ বিষয়ে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ সভাপতি শান্ত পাহান জানান, বর্ষায় খাল, বিল ও নদীনালায় পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। ধান রোপণের পর পাহান সম্প্রদায়ের পায় অফুরন্ত অবসর। ঠিক সেই ভাদ্র মাসে পালন করা হয় অন্যতম বার্ষিক উৎসব কারাম। কারাম উৎসব উদ্যাপনের জন্য ওঁরাও নর-নারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজার প্রথম দিন উপোস থাকে। উপোসের মধ্য দিয়ে কারাম পূজা শুরু করে ওঁরাও নারীরা। পরে মাদল, ঢোল, করতাল ও ঝুমকির বাজনার তালে তালে নেচে-গেয়ে এলাকা থেকে কারামগাছের (খিলকদম) ডাল তুলে আনে। এরপর তারা বৃক্ষ কারাম গাছটির ডালটি একটি পুজার বেদিতে তৈরী করে থাকেন। কারামপুজার ডালটি বেদিতে রোপণ করা হয়। পাহান সম্প্রদায়ের নিজস্ব পুরোহিত উৎসবের আলোকে কার্মা আর ধার্মা নামে যে দুই ভাইয়ের জন্য এই পুজার উৎপত্তি হয়। এই দুই ভাইয়ের মাধ্যমে কিভাবে এই উৎসবটি পালন করা হয় সেইটা একটি কাহিনী শোনান। শেষে হয়ে গেলে বেদিতে চারধারে ঘুরে যুবক- যুবতীরা নাচতে থাকেন। এবং সারা রাত ধরে চলবে ঝুমুর নাচ এতে মাতোয়ারা হয়ে উঠেন এই সম্প্রদায়ের সবাই।