মাগুরার শ্রীপুরে ২০২৫ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা করলো উপজেলা প্রশাসন।
২৭ আগস্ট বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।
এ সময় প্রতিষ্ঠানের সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ তানভীর আহমেদ তনু, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জুয়েলরানা, শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী মোছাঃ মুসলিমা খাতুন।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার ৩টা মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদ্রাসা এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১০২জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।