শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকোল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বরালিদহ ট বাজারে ২৬ আগস্ট মঙ্গলবার বাদ আছর নির্বাচনী পথসভা ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মাগুরা জেলার সাবেক আমীর, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারি খাইরুল ইসলাম। শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান। উপজেলা বাইতুলমাল সেক্রেটারি ইলিয়াছুজ্জামান। নাকোল ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিম, উপজেলা শ্রমিক নেতা মোঃ হামিদুল ইসলামসহ জামায়াত শিবিরের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করেন আলহাজ্ব আব্দুল মতিন।