মাগুরা জেলার শালিখা উপজেলার উত্তর শরুশুনা গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে পদত্যাগ করে রবিবার বিকেলে নিজ বাড়ির এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানা গেছে।
তিনি জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের, শালিখা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ নায়েব আলীসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এই যোগদানের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।