পেয়ার আলী,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার ৫ দিন পর রাকিব ইসলাম (১৩) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
২১ আগষ্ট(বৃহস্পতিবার) সকালে উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের সন্তান৷
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় অটোরিকশার সরঞ্জামসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তাদের দেয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে ৷ হত্যাকান্ডের সাথে জড়িত বাকী আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।