স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরিষ্কার-পরিছন্নতায় অংশ নেয় ও হাসপাতালের সামনে বৃক্ষরোপণ করেন।
পরে শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে জেলার ৪ উপজেলা থেকে সকাল থেকেই বর্ণাঢ্য মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।