পেয়ার আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদীতে ডুবে ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ আগষ্ট ( বুধবার) দুপুরে জাবরহাট ইউনিয়নের করনাইট হাটপাড়া গ্রামের লিলারঘাট নামক স্থানে টাঙ্গন নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানা যায়, আরাফাদ (১৭) বাবা মমিনুলের জন্য টাঙ্গন নদীর ওপারে কৃষিকাজে ব্যস্ত থাকায় আরাফাদ বাবার খাবার পানি নিয়ে নদী পারপারের সময় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন টাঙ্গন নদী থেকে আরাফাদকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।