ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শৈলকুপা পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক জনাব মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব মোঃ আতিক ইকবাল মান্নান, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ আবু তালেব মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সেলিম রেজা ঠাকুর।
সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আবুল হোসেন।