মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তাজুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস এবং উপজেলা নির্বাহী অফিসার (মাগুরা সদর) মোঃ হাসিবুল হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মাছ দেশের প্রোটিন চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।