সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মঙ্গলবার সন্ধ্যায় সিএনজি, অটোভ্যান, লেগুনা, ট্রাক ও মাইক্রোবাস চালকদের সাথে হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, পশ্চিম) আবুল কালাম আজাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডিআইজি আবুল কালাম আজাদ মহাসড়কে চলাচলরত চালকদের বাইলেন ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ও বিভিন্ন পরামর্শ দেন। এ ছাড়া তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে চালকদের কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে জানতে চান এবং আলোচনা করেন।
পরে তিনি হাটিকুমরুল হাইওয়ে থানা প্রাঙ্গণে কর্তব্যরত কর্মকর্তা ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।
এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও
উপস্থিত ছিলেন।