মাগুরার শ্রীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১ নং গয়েশপুর ইউনিয়ন ও ২নং আমলসার ইউনিয়নের কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড ও ইউনিয়ন গঠন করার লক্ষ্যে মঙ্গলবার সকাল দশটায় শ্রীপুর উপজেলা কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মীসভায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শ্রীপুর উপজেলার টিম লিডার মোঃ হাসানুর রহমান হাসু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোঃ খলিল মোল্লা, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ,মোঃ লাবু ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত মোল্লা,সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন জনসাধারণের হৃদয়ে যেভাবে জায়গা করে নিয়েছে আগামীতেও ঠিক একইভাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের ত্যাগী কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হবে।
এই কমিটিগুলোতে স্বৈরাচার আওয়ামী লীগের কোন দোসরকে জায়গা দেওয়া হবে না।
আলোচনা শেষে ১ নং গয়েশপুর ইউনিয়ন ও ২ নং আমলসার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করেন। জানা গেছে এই সদস্য পূরণের মধ্য থেকে যাচাই বাছাই করে আগামীতে ইউনিয়ন কমিটি গঠন করা হবে।