চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় ফের জালিয়াতি চক্র সক্রিয় হয়ে উঠেছে। জালিয়াতি চক্রটি মানুষের অবস্থান ভেদে নিরীহ মানুষের জায়গা, জমি,বসতভিটার জায়গায় জালদলিল সৃজন করে। ফলে নিরীহ মানুষ হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা পটিয়া অহরহ ঘটে চলছে।
জায়গা জমির দাম বৃদ্ধি পাওয়ায় এ চক্রটি বড় ধরনের সিন্ডিকেট গঠন করে এক শ্রেণীর সরকারি অসাধু কতিপয় কর্মকর্তার পরস্পর যোগসাজশে দলিল সৃজন করছে। এ সংক্রান্ত বিষয়ে আদালত গেলে বুঝতে পারা যায় হয়রানি শত শত মানুষের আহাজারি। তাদের কষ্ট ও কান্নায় জেনো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভুমি দুস্য জালিয়াতি চক্রটি ভুমি অফিস, রেজিস্ট্রার অফিসসহ সরকারি বেসরকারি প্রতিষ্টানে অবস্থান করতে দেখা যায়। ভুমির কাগজপএে জাল জালিয়াতির তুঘলকি কাজ কারবার। সৃজিত জাল দলিল প্রমান করতে যেতে হয় আদালতে। এ নিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি শিকার হতে হচ্ছে। এব্যাপারে পটিয়া পৌর সদর পোস্ট অফিস সংলগ্ন এলাকার মৃত সুলতান আহমদ সওদাগরের পুএ মো: ফোরকান নিজেও জালিয়াতি চক্র শিকার বলে জানান, ফোরকান প্রতিবেদনকারীকে বলেন, পটিয়া পৌরসভার মধ্যে জায়গা জমি জালিয়াতি চক্র বৃদ্ধি পেয়েছে তিনি প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হাবিবুর পাড়ার মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (প্রকাশ ইনু ফকির) এর পুএ আজাদ জালিয়াতি চক্র কারণে তার অনেক পৈতৃক সম্পত্তি বেহাত হয়েছে, এখানো নতুন করে জালিয়াতি চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে তার আশংকা তার পৈতৃক সম্পত্তি বাহুলি মৌজা এবং পটিয়া সদর মৌজা বৈলতলী রোড় এলাকার জায়গা হাতিয়ে নেওয়া চেষ্টা করছে জালিয়াতি চক্রটি, এছাড়াও আনজুর হাট এলাকার বাসিন্দা শেখ আহমদ জানান, তার বসতভিটা জালিয়াতি চক্রর কুনজর পড়ে এনিয়ে তিনি আদালতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। জালিয়াতি চক্রটি ক্ষমতার অপব্যবহার সহ ক্যাডার বাহিনী লালন করেন, এতে সাধারণ নিরীহ জনগণ প্রতিবাদ করা সাহস হচ্ছে না, সুচক্রদন্ডী এলাকা অনেকে নাম প্রকাশের অনিচ্ছুক অনেক ব্যাক্তি জালিয়াতি চক্রটি হয়রানি ও মারধরের শিকার সহ নানানভাবে হয়রানি শিকার হয়েছেন এমনকি প্রানে মারার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করার কারণে তারা প্রতিবাদ করতে পারছে না। এ নিয়ে আরোও বিস্তারিত প্রতিবেদন ডকুমেন্টস নাম সহ প্রকাশকরা হবে শিগগিরই।