মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট ও অধিকারী হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট নামক দুইটি হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হোটেল মালিককে ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা এবং সংশোধনের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ জানান,মাগুরার শ্রীপুর বাজারের ভাই ভাই হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট ও অধিকারী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বারবার সতর্কতা করার পরও কোন সংশোধন ও পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার সকালে উক্ত দুই দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অধিকারী হোটেলে অস্বাস্থ্যকর কাগজের নোংরা ঠোঙা ব্যবহার করে মিষ্টি বিক্রি করা হচ্ছে । একারণে অধিকারী হোটেলের মালিক অশোক অধিকারীকে ৫’হাজার টাকা জরিমানাসহ তাকে সংশোধনের জন্য সতর্ক করা হয় । পরবর্তিতে একই বাজারের ভাই ভাই হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয় । অভিযানকালে দেখা যায়, এই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও বাজারজাতকরণ, স্বাস্থ্যবিধি না মানা, নোংরা, অপরিষ্কার পরিবেশে খাদ্য পরিবেশন, পঁচা,বাসী খাবার বিক্রি, মানুষের খাবার অযোগ্য নি¤œমানের লবণ ব্যবহার করে খাবার তৈরী ও মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য বিক্রির অভিযোগে ভাই ভাই হোটেল মালিক বদিয়ার রহমানকে ৩০’হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন ও পরিবর্তন না হলে ভবিষ্যতে হোটেলটি সিলগালা মেরে বন্ধ করে দেওয়ার হুসিয়ারিও ব্যক্ত করা হয় অধিদপ্তরের পক্ষ থেকে । অভিযানকালে সহযোগি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও শ্রীপুরের স্যানেটারী ইন্সপেক্টর অচিন্ত কুমার সাহা ও পুলিশ অফিসার মেহেদি হাসান। সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এসময় আরোও বলেন, এ অভিযান ভবিষ্যতেও পর্যায়ক্রমে চলতেই থাকবে।