মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সোমবার ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এবং A-EMPOWER প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর কিশোরীদের জন্য কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০টি স্কুল থেকে কিশোর কিশোরী অংশগ্রহণ করে। ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর হলরুমে এক মনোরম ও আনন্দঘন পরিবেশে এই চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শুকলাল বৈদ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল মোতিন, ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সহকারী পরিচালক(সিসি) ডা: আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনার কার্যালয়ের মেডিকেল অফিসার (সিসি) ডা: হাসনা রোশন, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন ও ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, কমিউনিটি ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন।