বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলটির মহাসচিব এডভোকেট মো. ইয়ারুল ইসলামের ফেসবুক একাউন্ট থেকে এই কমিটি বিলুপ্তির খবরটি প্রকাশ করা হয়েছে।
৫ আগস্ট বাংলাদেশ কংগ্রেস এর দলীয় প্যাডে হাতে লেখা এবং নিজ স্বাক্ষরিত “দলীয় বিশেষ বিজ্ঞপ্তি”র মাধ্যমে দলের মহাসচিব কমিটি বিলুপ্তির বিষয়টি প্রকাশ করেছেন।
ওই বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ০৫/০৮/২০২৫ইং বাংলাদেশ কংগ্রেসের মিটিংএর সিদ্ধান্ত অনুসারে দলের মাগুরা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা কমিটির ব্যানারে কোন প্রকার দলীয় কর্মকাণ্ড পরিচালনা না করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হলো।
তবে কী কারণে মাগুরা জেলা কমিটি বিলুপ্ত করা হলো সেই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরের ১২ অক্টোবর তারিখে অধ্যাপক শতদল বিশ্বাসকে আহ্বায়ক এবং বাচ্চু চোপদারকে সদস্যসচিব করে বাংলাদেশ কংগ্রেস এর ২১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা কমিটি ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাগুরার শ্রীপুরের সন্তান এড কাজী রেজাউল হোসেন।
কিন্তু কমিটি গঠনের কিছুদিনের মধ্যেই সভাপতি পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শতদল বিশ্বাস।