1. news@dailymatrivhumi.online : দৈনিক মাতৃভূমি : দৈনিক মাতৃভূমি
  2. info@www.dailymatrivhumi.online : দৈনিক মাতৃভূমি :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক মাতৃভূমি" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
হাকিমপুরে জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার শৈলকুপায় কৃতি ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করলো জিএসডিএফ সুনামগঞ্জে হেযবুত তওহীদ এর আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর উপজেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত মাগুরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক সাংবাদিক নির্যাতন, সেই ডিসি সুলতানা কারাগারে মাগুরায় ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ

নাকোল রাইচরণে মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়ম, বরখাস্ত প্রধান শিক্ষক

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আঃ মান্নানকে আর্থিক অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩ আগস্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভ্যন্তরীণ অডিট কমিটির তদন্তে উঠে আসে গুরুতর কিছু অভিযোগ—যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বৃত্তির টাকা বিতরণ না করে ব্যয়ে ব্যবহার, বিদ্যালয়ের তহবিল ব্যাংকে জমা না দিয়ে হাতে নগদ রেখে খরচ, নীতিমালা ভঙ্গ, এবং নিয়মিত কার্যক্রমে অবহেলা। এসব অভিযোগের ভিত্তিতে পূর্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও প্রধান শিক্ষক সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

পরিস্থিতি বিবেচনায় পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় তাকে সাময়িকভাবে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়ার এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব অর্পণের।

পরবর্তী নির্দেশনায় বলা হয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষককে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে—কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এখানেই শেষ নয়। বরখাস্তের পরবর্তী ধাপে অভিযুক্তকে তিন দিনের মধ্যে বিদ্যালয়ের যাবতীয় হিসাবপত্র, নথিপত্র ও দায়িত্বভার নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক বেতন-ভাতার জন্য যোগ্য বিবেচিত হবেন।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরেই নানাবিধ অভিযোগ থাকলেও তা বারবার ধামাচাপা পড়ে যেত। এবার বিদ্যালয়ের অভ্যন্তর থেকে ছাত্র-অভিভাবক ও এলাকাবাসীর চাপের মুখে অডিট কমিটি সক্রিয় হয় এবং প্রশাসনিক স্তরে বিষয়টি গড়ায়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন বলেন, “শিক্ষার নামে অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে। প্রমাণসাপেক্ষে যা প্রয়োজন, তাই করব।”

অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিনের অনিয়মের বিচার পাওয়া শুরু হয়েছে। আবার অনেকে বলছেন, এ ঘটনায় বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এলাকাবাসীর অনেকেই আশা করছেন, এই ঘটনা শিক্ষা প্রশাসনের নজরে থাকবে এবং তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষার নামে যদি কেউ ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাৎ করে, তবে সে শিক্ষক নয়, প্রতারক। আমরা চাই, এর যথাযথ শাস্তি হোক।”

এ বিষয়ে জেলা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে আনুষ্ঠানিকভাবে অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯০১ সালে প্রতিষ্ঠিত নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় এ অঞ্চলের অন্যতম পুরাতন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান। এমন একটি শিক্ষালয়ে অনিয়মের অভিযোগ ও প্রধান শিক্ষকের বরখাস্ত শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রশ্ন আবারও সামনে এনে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক মাতৃভূমি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট