
মাগুরার জেলার শ্রীপুর থানা পুলিশের অভিযানে ০২ বছরের সাজাসহ ০৩টি মামলায় ওয়ারেন্টের আসামী মাদক ব্যবসায়ী অনিককে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীপুর থানা পুলিশের এএসআই/নিঃ রাসেলের নেতৃত্বে মাগুরা সদর থানাধীন মিনার মসজিদ এলাকা হতে তাকে আটক করা হয়। পুলিশের এই বিশেষ অভিযান টিমে ছিলেন এএসআই রবিউল ও সালাহউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত আসামীর অনিক হাসান (৩৫) শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সোনাতুন্দি গ্রামের মৃত মনিরুজ্জামান ওরফে মনিরের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রীস আলী জানান, মাদকের বিরুদ্ধে শ্রীপুর থানা পুলিশ জিরোটলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মাদক নির্মুলে শ্রীপুর থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।