
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরের বরিশাট পুর্বপাড়া দাখিল মাদ্রাসার সুপারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও এক ছাত্র অভিভাবকসহ ৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটির সুপার মোঃ নুরুদ্দিন মৃধা।
অভিযুক্তরা হলেন মাদ্রাসার সাবেক সভাপতি বরিশাট গ্রামের বাসিন্দা চৌধুরী রেজাউল হক মিন্টু, আজাদ মোল্লা,দড়িবিলা গ্রামের বাসিন্দা আলী আজম মাষ্টার।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার সময় অভিযুক্তরাসহ অজ্ঞাত নামা আরো ৫/৭ জন মিলে ঐ শিক্ষককে বাসা থেকে ডেকে নিয়ে লাঙ্গলবাধ বাজার এলাকার চাকদাহ ব্রীজের পাশে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি লাথি মেরে যখম করে। এরপর চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে জোর পূর্বক একটি মাদ্রাসার প্যাডে স্বাক্ষর করিয়ে নেয় অভিযুক্তরা। ঐ কাগজে চৌধুরী রেজাউল হক মিন্টুর ভাতিজা চৌধুরী জিয়াউল হক টুটুলের নাম লেখা ছিল। তারা পূর্বেও গোপন ভাবে মাদ্রাসার কমিটি তাদের পক্ষে নেওয়ার জন্য তালবাহানা করে আসছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে মাগুরা জেলা পরিষদ থেকে মাদ্রাসার অনুকুলে প্রাচীর নির্মানের জন্য দুইলাখ টাকা বরাদ্দ হলে প্রথম কিস্তির একলাখ টাকা পেয়েও তা দিয়ে কোন কাজ করা হয়নি এবং সে টাকার কোন হদিসও নেই। এছাড়াও মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ও তুলেছে এলাকাবাসী।
এ বিষয়ে মাদ্রাসাটির সুপারের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেন, তৎক্ষালীন সময়ে যিনি সভাপতি ছিলেন তিনিই এ বিষয়ে বলতে পারবেন।
এসময় সুপার নুরুদ্দিন মৃধা তার উপর মারধর ও প্রাণনাশের হুমকির বিষয়ে জানান, সামনেই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে তারা সুবিধা করতেই আমাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে চলেছে। ঘটনার দিন মাদ্রাসার প্যাডে স্বাক্ষর করা কাগজ নিয়েছে তারা থেকে। এই কাগজ নিয়ে অভিযুক্তরা ভবিষতে আমার বড় ধরণের ক্ষতি করতে পারে। আমি এই বিষয়টির উপর প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
মাদ্রাসাটির বর্তমান এ্যাডহক কমিটির আহ্বায়ক জিয়াউল হক ফরিদ জানান, মাদ্রাসাটির নির্বাচনী তফসিল পত্রপত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার পর চৌধুরী রেজাউল হক মিন্টুর নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষার্থীদের পরিক্ষা চলাকালীন সময়ে জোড় করে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের নাম লিখে নেয় ও সুপারকে বাধ্য করে স্বাক্ষর করতে এটা সম্পুর্ণ বেআইনি নীতি বহির্ভূত। এটা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভ্রান্ত্রী তৈরি হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার সুপার আমাকে জানিয়েছেন আমি তাকে ধর্য ধরতে বলেছি। ধর্য ধরে সমাধানের চেষ্টা করছি। এছাড়াও সুপারকে যে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ নিয়ে সাবেক সভাপতি রেজাউল হক মিন্টুর সাথে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন, আমি এখন একটু ব্যস্ত আছি পড়ে আপনাদের সাথে কথা বলবো” এই বলে ফোন কেটে দেন।
সুপারকে মারধর ও হুমকির অভিযোগের বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর ব্যবহুত সরকারি নাম্বারে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি দেখতে হবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত কোন সভাপতি বা সদস্য কোন প্রতিষ্ঠান প্রধানকে হুমকি দেওয়া বা মারধরের ঘটনা কাম্য নয়। তাছাড়া অর্থনৈতিক লেনদেন করার নিয়ম নেই। যদি করে থাকে সেটি সম্পুর্ণ বিধি বর্হিভুত।