শহরের ব্যস্ততম এলাকা ভায়না মোড়ে দায়িত্ব পালনকালে ছোট্ট একটি মানবিক কাজের মাধ্যমে নিজের দায়িত্ববোধ ও অনন্য মানবিকতার পরিচয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আইয়ুব আলী।
মাগুরায় দুপুরে নতুন রাজনৈতিক দল এন সি পি এর কেন্দ্রীয় নেত্রীবৃন্দের উপস্থিততে পদযাত্রার কর্মসুচির জন্য পুরো এলাকায় পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও আইন শৃশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো। সকাল থেকেই ভায়না সহ আশেপাশের এলাকায় বিশেষ তদারকিতে চরম ব্যাস্ততা নিয়ে এদিকে সেদিকে ছুটছিলেন তিনি।
এরই এক ফাকে দেখা যায় জনাকীর্ণ ব্যস্ত রাস্তায় একজন বৃদ্ধা যখন রাস্তা পারাপারে অপেক্ষায় অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন বিষয়টি লক্ষ করে ঠিক সেই মুহূর্তে দায়িত্ববোধ আর মানবিকতা নিয়ে আন্তরিক ভাবে নিজেই এগিয়ে গেলেন তিনি। (ওসি) মহোদয় মানবিক মানুষ হয়ে নিজেই এগিয়ে হাত ধরে সাবধানে রাস্তা পার করে দিলেন সেই বৃদ্ধাকে।
এ যেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন আচারন দায়িত্বের সাথেসাথে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন।
যখন আমরা শুধু নিজের জন্যই ভাবতে আর অধিনস্তদের চাপাতে ব্যাস্ত, এমন সময় একজন অসহায় মানুষের প্রতি মানুষ হিসেবে এমন সহানুভূতির প্রকাশ, বিশেষ মানবিক আচারন ক্ষুদ্র গল্প হোলেও আমাদের মুগ্ধ করে। ভালোলাগায় করে সিক্ত...
ইতিমধ্যেই যোগদানের পর সদর থানায় সাধারণ মানুষের সাথে তার শান্ত মেজাজের আন্তরিক মনোমুগ্ধকর আচারন মানুষের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।