1. news@dailymatrivhumi.online : দৈনিক মাতৃভূমি : দৈনিক মাতৃভূমি
  2. info@www.dailymatrivhumi.online : দৈনিক মাতৃভূমি :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক মাতৃভূমি" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
মাগুরায় জুলাই গনঅভ্যুথান দিবস সমুহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাগুরার ‘মঘির ডাল ছয় খুন’ মামলায় আদালতে বিএনপির শীর্ষ নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও উগ্রবাদ প্রতিরোধে  উলিপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব বিচারের অপেক্ষায় দ্বারে দ্বারে ঘুরছেন জুলাই শহীদ রাব্বীর মা মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা দাম কমলো ১২ কেজি এলপিজির মাগুরার সাবেক এমপির স্ত্রী সীমা রহমানের গাড়ি বাড়ি ব্যাংক জব্দের নির্দেশ জুতা সেলাই করতে দেরি হওয়ায় বাকবিতন্ডা, কৃষকদল নেতার কিডনি দ্বিখণ্ডিত করলো মুচি মাগুরায় সংঘবদ্ধ চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার, ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

মাগুরার ‘মঘির ডাল ছয় খুন’ মামলায় আদালতে বিএনপির শীর্ষ নেতারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: মাগুরার বহুল আলোচিত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল ‘মঘির ডাল ছয় খুন’ মামলায় হাজিরা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা।

৭ জুলাই সোমবার সকাল ১১টার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে তারা হাজিরা দেন।

হাজিরা দিতে আসেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান।

বিএনপি নেতাদের আদালতে হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বরে নেতাকর্মীদের চোখে পড়ার মতো উপস্থিতি দেখা যায়। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী আদালতের আশপাশে জড়ো হন। কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও তাদের উপস্থিতি আদালত চত্বরে আলাদা মাত্রা যোগ করে।

বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে দায়ের করা হয়েছে।

হাজিরা শেষে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, “এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে এবং আমাদের রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এ নাটক সাজানো হয়েছে।”

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, “সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। কিন্তু গণতন্ত্রের লড়াই থেকে আমরা একচুলও সরবো না।”

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, “এই মামলা একটি নগ্ন রাজনৈতিক ষড়যন্ত্র। যারা এতে জড়িত বলা হচ্ছে, তারা বিএনপির মাঠের পরীক্ষিত কর্মী। সরকার বিচার ব্যবস্থাকে প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে—এটি অত্যন্ত উদ্বেগজনক।”

মামলার সঙ্গে সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ আইনজীবী বলেন, “এই মামলায় এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। প্রমাণ উপস্থাপনের দিক থেকে রাষ্ট্রপক্ষ এখনো দুর্বল।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজকের এই সম্মিলিত হাজিরা শুধুমাত্র একটি মামলার প্রেক্ষাপটে আদালতে যাওয়া নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ ও মাঠের প্রস্তুতির ইঙ্গিতও বহন করে। মামলাটি ঘিরে এর আগেও একাধিকবার তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণ নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের মাঝামাঝি মঘিরডাল গ্রামে সংঘটিত ওই হত্যাকাণ্ডে ছয়জন নিহত হন। মামলার এজাহারে বিএনপি সংশ্লিষ্ট বেশ কয়েকজন নেতাকর্মীর নাম উঠে আসে, যদিও তারা বরাবরই এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন।

রাজনৈতিক অঙ্গনে মামলাটি এখন শুধুই একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটিকে কেন্দ্র করে রাজপথ, আদালত ও রাজনৈতিক আন্দোলনের সংযোগও তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক মাতৃভূমি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট