কাটাখালি বাজারে দুইজন ছাগল চোর ধরা পড়েছে ! তাদের নাম মজনু (২৫)পিতা হাতেম আলী মোল্লা দহর সিংড়া অপরজন সমীর হোসেন (২২)পিতা জাফর মোল্লা সাং মালিকগ্রাম তারা! বর্তমানে কাটাখালি বাজার কমিটির হেফাজতে আছে! মাগুরার সদর থানার ওসি মোহাম্মদ আইয়ুব হোসেন দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন!! বাজার কমিটির উক্ত দুটি চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে!