মাগুরা প্রতিনিধি: গত বছর ঢাকায় গণঅভ্যুত্থান কর্মসূচিতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মাগুরার শ্রীপুর উপজেলার ২৯ জন বিএনপি নেতা, শিক্ষক ও সাধারণ মানুষের নাম যুক্ত হওয়ায় ক্ষোভ জানিয়েছে ভূক্তভোগীরা। রোববার (২২ জুন) মাগুরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা হয়রানিমূলক এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান।
ভুক্তভোগীরা জানান, ২০২৩ সালের ৫ আগস্ট মোহাম্মদপুর এলাকায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ কর্মসূচিতে আহত হন সোহেল রানা নামে একজন যুবক। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ২৪ মে তিনি ঢাকার আদালতে মামলা করেন। সেই মামলায় শ্রীপুর উপজেলার বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় শিক্ষক ও চিকিৎসকের নাম যুক্ত হয়, যাদের অনেকেই ঘটনার সময় ঢাকায় ছিলেন না এবং বাদীকেও চিনতেন না।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা সোহাগ মন্ডল, বিএনপি নেতা জয়নাল হোসেন, প্রধান শিক্ষক উত্তম অধিকারী ও চিকিৎসক পরিমল জানান, ব্যক্তিগত বিরোধ ও অর্থনৈতিক চাপে ফেলে মামলায় তাদের নাম যুক্ত করা হয়েছে। কেউ কেউ দাবি করেন, টাকা না দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদের ফাঁসানো হয়েছে।
এদিকে মামলার বাদী সোহেল রানা এক ভিডিও বার্তায় জানান, মামলায় ভুলবশত কিছু বিএনপি নেতার নাম উঠে এসেছে, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি বিএনপির শীর্ষ নেতারা সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির একাধিক নেতা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন এবং সুষ্ঠু তদন্ত ও নিরীহদের বাদ দেওয়ার দাবি জানান।