মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ শিবালয় উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন শনিবার সকাল ১০ টার সময় উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তা’য়ালার সন্তুষ্টি লাভ করার ভিশন কে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ শিবালয় উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কর্মী সম্মেলনে বাংলাদেশের সকল নাগরিককে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করে বাংলাদেশকে একটি উন্নয়নমুখী রাষ্ট্র এবং এ দেশের সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন এবং কুরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
কর্মী সম্মেলন শিবালয় উপজেলা জামায়াতের আমীর হাফেজ হাতেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর এ্যাডভোকেট আনোয়ার হোসেন, মানিকগঞ্জ ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: আবু বকর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার শুরা কর্ম পরিষদ সদস্য ও তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও আমীর সদর উপজেলা হযরত মাওলানা ফজলুল হক।
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ শিবালয় উপজেলার শাখার সভাপতি মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা ও ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দরা।