মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌরসভার কর্মকর্তাদের অভিযানে ২০০ মরা মুরগি জব্দ করা হয়েছে। মরা মুরগিগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে।
মাগুরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, নতুন বাজার পরিদর্শনে এসে দেখি মুরগি ব্যবসায়ী আলমগীর ও তার এক কর্মচারী প্রায় ২০০ মরা মুরগি বিক্রির জন্য প্রস্তুত করছেন। এ সময় তাদের মরা মুরগি বিক্রি করছে কেন জানতে চাই। আমি একা থাকায় আলমগীর আমার ওপর চড়াও হন। নতুন বাজারের মুরগি ব্যবসায়ী আলমগীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোপনে মরা মুরগি বিক্রির অভিযোগ আসছিল। এ ব্যাপারে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার সহকর্মী রিয়াজুল হোসেনকে পুরাতন বাজারে আনতে গেলে সেই সুযোগে আলমগীর তার দোকান থেকে শতাধিক মরা মুরগি সরিয়ে ফেলেন। একইসঙ্গে তিনিও দোকান থেকে সটকে পড়েন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি জানিয়েছেন মরা মুরগিগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলতে। অফিস খুললে ব্যবসায়ী আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে আমরা মরা মুরগিগুলো পুড়িয়ে ফেলেছি।
কসাইখানা পরিদর্শক রিয়াজুল হেসেন খান জানান, আলমগীর হোসেন শহরে প্রায়ই মাইকিং করে বাজার দর থেকে ৩০ থেকে ৪০ টাকা কমে মুরগি বিক্রি করে থাকেন। যেটা সুস্থ সবল মুরগি বিক্রির ক্ষেত্রে কখনোই সম্ভব না। এ বিষয়ে অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ ছিল আলমগীরের বিরুদ্ধে। আমরা ধারণা করছি এ জাতীয় মরা মুরগি কম দামে বিভিন্ন রেস্টুরেন্টে, কাবাব বিক্রেতা ও বিরিয়ানি হাউজে বিক্রি করে থাকেন তিনি।
এ বিষয়ে মুরগি ব্যবসায়ী আলমগীর হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তাকে দোকানে পাওয়া যায়নি। দোকানে থাকা কর্মচারী কোনো কথা বলতে রাজি হননি।