অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে মাগুরার মহম্মদপুরে দুই ছাত্র আহাদ ও সুমন হত্যা মামলার অন্যতম আসামি মাগুরা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১০ জুন মঙ্গলবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শামীম মিয়া খালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল মোল্যার ছেলে।
মাগুরা ডিবি পুলিশের ওসি মোঃ রাসেল মুন্সি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুই শিক্ষার্থী আহাদ ও সুমন হত্যা মামলার এজহারভুক্ত আসামি শামীম মিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মাগুরা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।