মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওলীপাড়া গ্রামে নিজ ঘরে গলায় কাপড় পেঁচিয়ে অনন্যা বিশ্বাস ২৫ (পিং: উজ্জ্বল বিশ্বাস) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে এবং অনন্যা বিশ্বাসের আড়াই বছরের একটি বাচ্চা মেয়ে রয়েছে।
নিহত অনন্যা বিশ্বাসের স্বামী সুবাস বিশ্বাস বাংলাদেশ রেলওয়েতে কর্মরত এবং ঘটনার সময় কর্মস্থল গোপালগঞ্জে ছিলেন। অনন্যা বিশ্বাস বর্তমানে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন।
খবর পেয়ে বাবুখালী ক্যাম্পের ইনচার্জ এসআই কৃষ্ণ পদ মজুমদার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠান।
প্রতিবেদকের সঙ্গে কথা বলেন নিহত অনন্যার বাবা ও স্বামী। তাঁরা জানান, আত্মহত্যার পূর্বে অনন্যার সঙ্গে কোনো রকম ঝগড়া-বিবাদ বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন—তা তাঁরাও জানেন না।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।