রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রানীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার মহাউৎসব চলছে। ২৬ ফেব্রুয়ারী (বুধবার) সরজমিনে গিয়ে দেখা যায়–jmk &mhb ভাটা যৌথ প্রযোজনায় মাটি কাটার অরাজকতা শুরু করেছে।
প্রকাশ্যে ভেকু দিয়ে টপসয়েল মাটি কেটে ভাটায় নিয়ে যাচ্ছেন ২ ভাটার মালিক। ভাটা ম্যানেজার হাবিব জানাই, মাটি না কাটলে ইট হবে কিভাবে। প্রশাসন সব জানে কোন সমস্যা নাই।
এই অবৈধ কার্যক্রমের কারনে রাস্তা-ঘাট যেমন নষ্ট হয়ে যাচ্ছে তেমনি মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কল করা হলে তিনি-নাম ঠিকানা চান এবং ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।