সমরেশ রায় ও শম্পা দাস, মেদিনীপুর (কলকাতা): কলকাতার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এলাকায় কৃষিবিভাগ ও ইফকোর সহায়তায়, কৃষকদের ক্ষেতে ড্রোনের সাহায্যে ওষুধ প্রয়োগ এবং কৃষক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। আজ ১০ই জানুয়ারী শুক্রবারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
জানা যায়, কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ শুরু হয়েছে বহু আগে থেকেই। কারণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষের উন্নতি সম্ভব হয় সেরকমই বেশ কিছু বছর আগেই বিদেশে কৃষি ক্ষেত্রে ড্রোনের প্রয়োগ শুরু হয়েছে।
পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষি ক্ষেত্রে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। তবে এ রাজ্যে কৃষিদপ্তরের হাত ধরে কৃষকদের ড্রোনের সম্পর্কে ধারণা এবং ড্রোনের মাধ্যমে কিভাবে ঔষধ প্রয়োগ করা যায় এবং কতটা আর্থিক ঔষধ ও সাশ্রয় হয় তা কৃষকদের বোঝানোর চেষ্টা করছেন।
এ উপলক্ষে কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ মন্ডল কৃষকদের নিয়ে সরেজমিনে কৃষিতে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার ও সুবিধার নানান ধারণা দেন। সেই ছবি ধরা পরল আমাদের সামনে এবং এলাকার কৃষকেরা জমায়েত হয়েছেন একত্রিত হয়ে।